ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক উপায় রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো।



বাংলাদেশে থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং পড়া যায়ঃ

*প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলো থেকে পড়া [যেমনঃ BUET ,KUET,CUET,RUET ]
*বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো থেকে পড়া [যেমনঃ SUST,JUST,BSMRSTU etc]
*সাধারণ বিশ্ববিদ্যালয় গুলোর বিজ্ঞান ইউনিট থেকে ইঞ্জিনিয়ারিং পড়া।[যেমনঃ DU,JU etc]

এদের কেউ কেউ একা ভর্তি পরীক্ষা নেয় কেউ কেউ কয়েকটা বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা নেয়। নিচে ভাগ গুলো এবং পরীক্ষা নেওয়ার পদ্ধতি গুলা দেওয়া হলঃ

1.বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ-

ইঞ্জিনিয়ারিং এ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর অন্যতম এই বিশ্ববিদ্যালয় ঢাকার পলাশিতে অবস্থিত । কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং এ এর স্থান দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে উপরে 

ভর্তি যোগ্যতাঃ-

বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক সকল student এর প্রথম পছন্দ থাকে বুয়েট এ পড়ার। এজন্য এর ভর্তি পরীক্ষা দেবার জন্যও অনেক কষ্ট করতে হয়। একেক বছর একেক রকম ধরনে requirement বুয়েট চেয়ে থাকে। সেটা অবশ্যই সে বছরের SSC + HSC ফলাফলের উপর ভিত্তি করে। যেমনঃ এবছর চেয়েছিল যে SSC পরীক্ষায় physics, chemistry, Math এ মোট ২৭০ নাম্বার থাকতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে এর ভর্তি যোগ্যতা কতটুকু টাফ। তাই তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি বুয়েটে পড়বা তবে তোমাকে অবশ্যই ভাল করে পড়াশোনা করতে হবে। একেবারে ssc লেভেল থেকেই বুঝেবুঝে প্রতিটা বিষয় পড়তে হবে। ভর্তি পরীক্ষার পদ্ধতি বুয়েটের ভর্তি পরীক্ষা 'ক' ও 'খ' দুটি ভাগে হয় । "ক" গ্রুপ হল যারা আর্কিটেকচার পড়বে না। "খ" গ্রুপ হল যারা আর্কিটেকচার পড়বে। "ক" গ্রুপ এ বুয়েট সর্বদা লিখিত ভর্তি পরিক্ষা নিয়ে থাকে । মোট ৬০ টা প্রশ্ন , ৬০০ মার্কস। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত প্রতিটা বিষয় থেকে ২০ টি করে প্রশ্ন থাকে। কিন্ত এবছর যেহেতু করোনা প্যান্ডেমিক ছিল তাই এবছর দুইটি ধাপে পরীক্ষা হয়েছে, প্রথমে ২৪,০০০ শিক্ষার্থী নিয়ে mcq এরপর বাছাই করে ৬০০০ নিয়ে চুড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। "খ" গ্রুপ এর পরীক্ষা ও ক গ্রুপ এর মত শুধু মাত্র মুক্ত হস্তে অংকন পরীক্ষা বেশি দিতে হয়। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১২১৫ জন চুড়ান্ত ভাবে বুয়েটে পড়ার সুযোগ পাবে। সেকেন্ড টাইম নাই।

এ সম্পর্কে বিস্তারিত। বুয়েট পেইজে বলা আছে। দেখতে পারেন



2.ইঞ্জিনিয়ারিং গুচ্ছ [কুয়েট , চুয়েট , রুয়েট ]

দেশের ইঞ্জিনিয়ারিং এ শীর্ষ এ বিশ্ববিদ্যালয় গুলো আগে আলাদা ভাবে পরীক্ষা নিতো। তবে ২০২০ সালের কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এর কারণে এরা একত্রে পরীক্ষা নেওয়া শুরু করে।

আবেদনের যোগ্যতাঃ

ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দেবার জন্য বিশ্ববিদ্যালয় সমূহ প্রতি বছরের hsc রেজাল্ট এর উপরে ভিত্তি করে মিনিমাম result নির্ধারণ করে। কোন কোন বছর ssc এর রেজাল্ট ও যক্ত করে। এবছর(২০২১ সাল) কুয়েট চুয়েট রুয়েট HSC এর physics, chemistry, Math এর GPA 5.00 চেয়েছে। শুধুমাত্র এই রেজাল্ট ধারীরাই আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার পদ্ধতি ঃ KUET, CUET, RUET প্রতিবছর আলাদা আলাদা ভর্তি পরীক্ষা র আয়োজন করে। এত বছর কুয়েট mcq পদ্ধতি এবং অন্যরা লিখিত পরীক্ষা নিত।গত বছর সবাই লিখিত পরীক্ষা নিয়েছিল । এবছর(২০২১ সাল) covid-19 প্যান্ডেমিক এর কারনে তারা একত্রে ভর্তি পরীক্ষার আয়োজন করার সিদ্দান্ত নিয়েছে। কেন্দ্র হবে এই তিনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরীক্ষা 'ক' ও 'খ' দুটি ভাগে হয় । "ক" গ্রুপ হল যারা আর্কিটেকচার পড়বে না। "খ" গ্রুপ হল যারা আর্কিটেকচার পড়বে। ক গ্রুপ এর পরীক্ষা হবে mcq পদ্ধতিতে।খ গ্রুপ এর জন্য শুধুমাত্র মুক্ত হস্তে অংকণ পরীক্ষা বেশি দিতে হবে। সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে মোট ৩০.০০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 3201 জন চুড়ান্ত ভাবে পড়ার সুযোগ পাবে। সেকেন্ড টাইম নাই। এই পরীক্ষার সর্বশেষ সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন
3.বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় SUST, JUSTএর মত বিশ্ব বিদ্যালয়

বাংলাদেশ এর অধিকাংশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহ এ বছর থেকে GST ইউনিট এ ভর্তি পরীক্ষা নিচ্ছে। এ বিষয়ে GST ইউনিট এ বিস্তারিত বলা আছে। GST Unit এর সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
 

4.MIST Military Institute of Science & Technology

বাংলাদেশ এর অন্যতম বিশ্ববিদ্যালয় MIST এটি savar ক্যান্টনমেন্ট এ অবস্থিত।এখানে মিলিটারি ক্যাডেট এবং সাধারণ ছাত্র দুইই ভর্তি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

5.IUT Islamic University of Technology

বাংলাদেশ এর অন্যতম বিশ্ববিদ্যালয় IUT এটি গাজিপুর এ অবস্থিত।এটি OIC এর টাকায় চলে ।এবং প্রথম ৮০ জন student কে ফ্রি পড়তে দেয়। এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



post written by:

Related Posts