কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা পদ্ধতি

বাংলাদেশের বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের কৃষি ক্ষেত্রে  উচ্চতর অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর সর্বমোট 3419 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়গুলো পূর্ববর্তী বছরগুলোতে এককভাবে ভর্তি পরীক্ষা নিত। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় গুলো একত্রে পরীক্ষা নেয়। এতে করে শিক্ষার্থীদের সময় এবং অর্থ সাশ্রয় হয়।

কৃষি ঘুচ্ছে মোট সাতটি বিশ্ববিদ্যালয়ে করতে পরীক্ষা নেয়।  বিশ্ববিদ্যালয়গুলি হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। একটি মাত্র ভর্তি পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীগণ এই সাতটি বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য আবেদন করতে পারে

আবেদন যোগ্যতা

ভর্তি পরীক্ষার থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হয় এবং এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 3.5 এবং সর্বমোট ন্যূনতম জিপিএ আর থাকতে হয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হয় মোট আসন সংখ্যা দশগুণ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা নিয়ে নেওয়া হয় যাদেরকে আবেদন পড়ার পরেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না তাদেরকে সার্ভিসিং চার্জ রেখে বাকি টাকা ফেরত দেওয়া হয়। 

ভর্তি পরীক্ষা পদ্ধতি

ভর্তি পরীক্ষায় এমসিকিউ প্যাটার্নে অনুষ্ঠিত হয় 100 নম্বরের ভর্তি পরীক্ষায় এইচএসসি ইংরেজি বিষয় থেকে 10 নম্বর জীববিজ্ঞান থেকে 30 নম্বর পদার্থবিজ্ঞান থেকে 20 নম্বর রসায়ন থেকে ২০  নম্বর থাকে।  প্রতিটি ভুল উত্তরের জন্য প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যায়। 

মেধাস্কোর নির্ধারণ

লিখিত পরীক্ষার জন্য 100 নম্বর এবং এইচএসসি পরীক্ষার জন্য 25 নম্বর এসএসসি পরীক্ষার জন্য 25 নম্বর সহ সর্বমোট দেড়শ নম্বরের মধ্যে মেধা তালিকা ও অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়

post written by:

Related Posts